বানানা ইয়াশিমোতো

বানানা ইয়াশিমোতো

বানানা ইয়াশিমোতো ১৯৬৪ সালের ২৪ জুলাই টোকিওতে জন্মগ্রহণ করেন এবং একটি উদার পরিবারে বড় হন। তিনি নিয়োন বিশ্ববিদ্যালয়ের আর্ট কলেজ থেকে সাহিত্যে স্নাতক হন। ১৯৮৭ সালে একটি গন্ধ ক্লাব রেস্তোরায় ওয়েট্রেস হিসাবে কাজ করার সময় তাঁর লেখার কর্মজীবন শুরু করেন। তার প্রথম কাজ, কিচেন (১৯৮৮) যা দেকে পরবর্তীতে দুটি চলচ্চিত্র তৈরি হয়। ইমোশিমোতো কিচেনের জন্য ৬ষ্ঠ কাইয়েন নবাগত লেখক পুরস্কার জিতেছিলেন, এছাড়াও উপন্যাসটি মিশিমা ইউকিও পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিল। ১৯৮৮ সালে ও তিনি মুনলাইট শ্যাডো সাহিত্যের জন্য যোড়শ ইজুমি কিয়োকা পুরস্কার পাত করেন। তার আরেকটি উপন্যাস, 'গুডবাই সুপ্তমি' (১৯৮৯)।

বানানা ইয়াশিমোতো এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon